আজ সকালে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত দ্রুত করোনা সংক্রমণ পরীক্ষার GR COVID-19 Dot Bolt র্যাপীড টেস্টিং কীট হস্তান্তর করা হোল বিএসএমএমইউ ও সিডিসিকে। আমন্ত্রণ জানানোর পরও কীট এর নমুনা সংগ্রহ করতে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ আসেনি। এটা কি উন্নাসিকতা, অবহেলা, দায়িত্বহীনতা না হীনমন্যতা? এই আচরণের জন্য তাদেরকে জবাবদিহিতায় নিয়ে আসা দরকার।
ডাঃ জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন আগামীকাল তারা পরীক্ষার জন্য নিজেদের দায়ীত্বে স্বাস্থ্য অধিদপ্তরে তাদের উদ্ভাবিত র্যাপিড টেস্টের এই কীট পৌঁছে দেবেন।
দেশের করোনা সংক্রমণ নিয়ে এখন আর কোন ধরনের দলবাজি বা কানামাছি খেলার সময় নেই, সময় নেই কোন ধরনের সংকীর্ণতা বা দায়িত্বহীনতার।এই মহামারি মোকাবিলায় আমাদের যেখানে যতটুকু মেধা,সক্ষমতা আর সহায় সম্পদ আছে কালবিলম্ব না করে ঐক্যবদ্ধ ভাবে তার সবটুকু কাজে লাগাতে হবে।
অভিনন্দন গণস্বাস্থ্য কেন্দ্র আর তার বিজ্ঞানী ও ডাক্তারদেরকে।আশা করি স্বল্পমূল্যের এই কীট পরীক্ষা সফল হবে।