দীর্ঘ ৩৪ বছর ধরে মডেলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। ১৯৮৯ সালে প্রথমবার বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্য রেকর্ড পরিমাণ এক লাখ টাকা পারিশ্রমিকে চুক্তি করেন তিনি।
সেই থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। কিভাবে এতগুলো বছর এ শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব হলো, সে গল্পই এবার তুলে ধরেছেন ‘রাঙা সকাল’ নামে একটি টিভি অনুষ্ঠানে।
মৌ অভিনয়ের সঙ্গেও সম্পৃক্ত। যদিও তার দাবি, তাকে জোর করেই অভিনয় করানো হয়েছিল ১৯৯৫ সালে প্রচারিত প্রথম নাটকে। পাশাপাশি নৃত্যশিল্পীও তিনি। বাবা সঙ্গীতশিল্পী হওয়ার সুবাদে ছোটবেলায় গানের চর্চাও করতেন মৌ। সিনেমায়ও প্রস্তাব পেয়েছিলেন। তবে অভিনয় করেননি।
তিনি বলেন, ‘আমি যে ধরনের সিনেমা করতে চাই, সে ধরনের সিনেমা তখন অতটা হতো না। তবে এখন হচ্ছে। গল্পপ্রধান, অভিনয় করার মতো চরিত্র পেলে অবশ্যই এখন সিনেমায় কাজ করব।’
মূলত এসব বিষয়ই তিনি অনুষ্ঠানে সাক্ষাৎকার পর্বে বলেছেন। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন সকাল ৭টায় প্রচার হবে। এটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবণ্য।
প্রকাশক ও সম্পাদক: নিত্যানন্দ সরকার
বার্তা ও বাণ্যিজিক কার্যালয় : শহীদ রীমু সরণি (বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশেনের সামনে), সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭১-৬৪৭৬৭, ০১৭৪৮-৬৭০০৬৯
Email : sakalctc.bd@gmail.com
Copyright © 2024 PCBARTA. All rights reserved.