কিছুদিন আগে মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এবার গুগলও একই পথে হাঁটছে। গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
শুক্রবার এই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় কোম্পানিটি। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে গুগল।
অ্যালফাবেট যে কর্মী ছাঁটাই করছে, তা শতকরা হিসাবে কোম্পানির প্রায় ৬ শতাংশ কর্মী।
এনডিটিভি জানায়, এরই মধ্যে বহু কর্মীর কাছে ইমেল পাঠিয়ে দিয়েছে অ্যালফাবেট। গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে।
তবে অন্য দেশের স্থানীয় নিয়োগ আইনের কারণে ছাঁটাই প্রক্রিয়ায় সময় লাগতে পারে বলেও জানিয়েছে কোম্পানিটি।
গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, কর্মী ছাঁটাইয়ের এ সি
প্রকাশক ও সম্পাদক: নিত্যানন্দ সরকার
বার্তা ও বাণ্যিজিক কার্যালয় : শহীদ রীমু সরণি (বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশেনের সামনে), সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭১-৬৪৭৬৭, ০১৭৪৮-৬৭০০৬৯
Email : sakalctc.bd@gmail.com
Copyright © 2025 PCBARTA. All rights reserved.