নওগাঁর আত্রাই উপজেলায় মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রিকশাভ্যান চাপায় এক শিশু প্রাণ হারিয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে জাত আমরুল এলাকায় আত্রাই-ভবানীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানান আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার।
নিহত ফাতেমা খাতুন (৬) আত্রাইয়ের জাত আমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে। সে আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিল।
প্রকাশক ও সম্পাদক: নিত্যানন্দ সরকার
বার্তা ও বাণ্যিজিক কার্যালয় : শহীদ রীমু সরণি (বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশেনের সামনে), সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭১-৬৪৭৬৭, ০১৭৪৮-৬৭০০৬৯
Email : sakalctc.bd@gmail.com
Copyright © 2024 PCBARTA. All rights reserved.