পাবনার ভাঙ্গুড়ায় একই স্থানে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান এ আদেশ জারি করেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আহসান জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ভাঙ্গুড়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এদিকে একই সময়ে বিএনপি-জামায়াতের কর্মসূচিকে নৈরাজ্যমূলক দাবি করে উপজেলা আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করে।
পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারির আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক: নিত্যানন্দ সরকার
বার্তা ও বাণ্যিজিক কার্যালয় : শহীদ রীমু সরণি (বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশেনের সামনে), সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭১-৬৪৭৬৭, ০১৭৪৮-৬৭০০৬৯
Email : sakalctc.bd@gmail.com
Copyright © 2024 PCBARTA. All rights reserved.