বছরের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। রোজাতেই শুরু হয়ে গেছে উদযাপনের প্রস্তুতি। ঈদকে আরও বেশি উৎসবমুখর ও রঙিন করে তুলতে দেশের শীর্ষসারির ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে ব্যাপক। প্রতিবারের মতো এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করেছে রঙ বাংলাদেশ। পাখির রঙ থিমে তৈরি হয়েছে এবারের সকল সংগ্রহের নকশা উপাদান। পাখি প্রকৃতির অনিন্দ্য উপহার। রঙের বৈচিত্র্য আর বাহারে চোখ জুড়ায়। রংধনুর প্রতিটি রংই আছে পাখিদের শরীরে। কখনো একরঙা, কখনো একই রঙের নানা শেড আবার কখনো বহুবর্ণে নান্দনিক।
আছে অনেক রকম অফার, আপনজনকে উপহার দিতে ১৫% ছাড়ে ঈদি গিফট ভাউচার। রয়েছে অনলাইন অর্ডারে সবার জন্য ঈদ অফার- ইফতার থেকে সেহরি পর্যন্ত নির্দিষ্ট পণ্যে ২০% মূল্যছাড়। আরও আছে ১২টা বাজে অফার-প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে অনলাইন অর্ডারে ২জন ভাগ্যবান ক্রেতা পাবেন নিশ্চিত ৫০% মূল্যছাড় মোট অর্ডার মূল্যের ওপর।
রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের যে কোনো আউটলেটেই পাবেন চমৎকার এই ঈদ সংগ্রহ। তাই আজই কিনুন নিজের এবং প্রিয়জনের জন্য ঈদ পোশাক। শোরুমের পাশাপাশি কেনাকাটার সহজ উপায় অনলাইন। ইকমার্স সাইট ও ফেসবুক পেজ https://www.facebook.com/rangeidboishakh পাওয়া যাবে এই ঈদ সংগ্রহ। আছে হোম ডেলিভারির সুবিধা, আপনার অর্ডার করা ‘রঙ বাংলাদেশ’ এর পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌঁছে যাবে আপনার ঘরে। যেকোনো প্রয়োজনে ফোন/ হোয়াটস অ্যাপে রয়েছে সাহায্যকারী ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।
প্রকাশক ও সম্পাদক: নিত্যানন্দ সরকার
বার্তা ও বাণ্যিজিক কার্যালয় : শহীদ রীমু সরণি (বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশেনের সামনে), সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭১-৬৪৭৬৭, ০১৭৪৮-৬৭০০৬৯
Email : sakalctc.bd@gmail.com
Copyright © 2024 PCBARTA. All rights reserved.