দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী কার্যক্রমে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
মঙ্গলবার (২১ মার্চ) আপিল বিভাগে গেজেট স্থগিতের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ জানান, গত ১৫ মার্চ রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন এম এ আজিজ খান। আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত ও রাষ্ট্রপতি নির্বাচনের ১৩ ফেব্রুয়ারির গেজেটের কার্যকারিতা স্থগিত চান তিনি। বাদীপক্ষ এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে স্থগিত আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া বৈধ বলে গণ্য হলো। একইসঙ্গে রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী অন্যান্য কার্যক্রমে আর কোনো বাধা থাকলো না।
একক প্রার্থী হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর গত ৭ মার্চ এই প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।
প্রকাশক ও সম্পাদক: নিত্যানন্দ সরকার
বার্তা ও বাণ্যিজিক কার্যালয় : শহীদ রীমু সরণি (বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশেনের সামনে), সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭১-৬৪৭৬৭, ০১৭৪৮-৬৭০০৬৯
Email : sakalctc.bd@gmail.com
Copyright © 2024 PCBARTA. All rights reserved.