রাজশাহীতে সাত বছর বয়সি এক শিশু ধর্ষণের মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন
বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাসিরুল ইসলাম ওরফে নাসির (২৬)। রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তিনি।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ২১ জুন বিকালে ওই শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন আসামি নাসির। এ নিয়ে ওই শিশুর মা চারঘাট থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। পরবর্তীতে সাক্ষীদের সাক্ষ্য এবং মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয় ওই শিশু ধর্ষণের শিকার হয়েছিল।
তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদক: নিত্যানন্দ সরকার
বার্তা ও বাণ্যিজিক কার্যালয় : শহীদ রীমু সরণি (বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশেনের সামনে), সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭১-৬৪৭৬৭, ০১৭৪৮-৬৭০০৬৯
Email : sakalctc.bd@gmail.com
Copyright © 2024 PCBARTA. All rights reserved.