পৃথিবীর সিংহভাগ মানুষের অজানাকে জানার সবচেয়ে বড় ভরসার নাম গুগল। কিন্তু সেই গুগলও যে কত বড় বিপদে ফেলতে পারে তা এই ঘটনা প্রমাণ করে দিল।
গুগল ছাড়া এখন জীবন অচল। ছোট্ট থেকে ছোট্ট তথ্যও এখন আর মানুষ কাউকে জিজ্ঞেস করার চেয়ে গুগলের কাছে জেনে নিতে বেশি পছন্দ করেন। ভুল ঠিক বিচার না করে গুগলকে চোখ বন্ধ করে ভরসাও করেন।
গুগল যে একেবারেই ভরসার যোগ্য নয় তাও নয়। অনেক কিছুই গুগল করেই জেনে নিতে হয়। এটাই স্বাভাবিক। সেই গুগলের একটি পরিষেবা গুগল ম্যাপস। গুগল এই পরিষেবার মাধ্যমে অচেনা জায়গাতেও পথ দেখিয়ে মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে পারে।
ঝড় জলের রাতে তাই অচেনা পথে গুগল ম্যাপসকেই একমাত্র ভরসা ধরে এগোচ্ছিলেন ৪ যুবক। এঁরা হায়দরাবাদ থেকে এসেছিলেন কেরালার মুন্নার-এ। ছবির মত সুন্দর মুন্নার ঘুরে তাঁরা মধ্যরাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন বোটিং-এর জন্য বিখ্যাত আলাপ্পুঝায়।
২৪ মে রাত তখন ৩টে। আলাপ্পুঝার পথে এগোনোর সময় তাঁরা ঝড় জলের মধ্যে পড়েন। রাস্তা প্রবল বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছিল। পুকুরের জল মিশে গিয়েছিল রাস্তায় জমা জলের সঙ্গে। ফলে আলাদা করে রাস্তা আর পুকুর বোঝা যাচ্ছিল না।
সেখানে গুগল ম্যাপসের দেখানো পথেই এগোতে থাকেন তাঁরা। আর তাতেই হয় বিপত্তি। তাঁরা সোজা গিয়ে পড়েন একটি পুকুরে। পুকুরের জলে ডুবতে থাকে তাঁদের গাড়ি।
বেগতিক বুঝে গাড়ির পিছনের দিকের দরজা খুলে বেরিয়ে আসেন তাঁরা। পরে তাঁদের গাড়িও পুকুরের তলদেশ থেকে উদ্ধার করা হয়। গুগল ম্যাপসকে অন্ধের মত ভরসা করতে গিয়ে প্রায় জীবন যেতে বসেছিল ওই ৪ যুবকের।
— সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
প্রকাশক ও সম্পাদক: নিত্যানন্দ সরকার
বার্তা ও বাণ্যিজিক কার্যালয় : শহীদ রীমু সরণি (বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশেনের সামনে), সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭১-৬৪৭৬৭, ০১৭৪৮-৬৭০০৬৯
Email : sakalctc.bd@gmail.com
Copyright © 2024 PCBARTA. All rights reserved.