ফিলিস্তিনের গাজায় গণহত্যার সংবাদ থেকে বিশ্বকে অন্ধকারে রাখতে ইসরায়েল নিশানা করে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করছে। গত বছর ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ১৯১ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি সাংবাদিকদের এই টার্গেটেড কিলিংয়ের প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গাজা হলোকাস্ট: কিলিং দ্য ট্রুথটেলারস’ শিরোনামে প্রদর্শনীর আয়োজন করেছে দৃক পিকচার লাইব্রেরি। প্রদর্শনীতে দৃক পরিবারের সদস্য, বন্ধু ও গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ফিলিস্তিন মুক্তির সংগ্রামে শহীদ সাংবাদিকদের ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছেন উপস্থিত সাধারণ মানুষ।
আজকের সংহতি প্রকাশের প্রদর্শনীটি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অবিলম্বে যুদ্ধবিরতি এবং চলমান গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার অঙ্গীকারের অংশ।
প্রকাশক ও সম্পাদক: নিত্যানন্দ সরকার
বার্তা ও বাণ্যিজিক কার্যালয় : শহীদ রীমু সরণি (বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশেনের সামনে), সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭১-৬৪৭৬৭, ০১৭৪৮-৬৭০০৬৯
Email : sakalctc.bd@gmail.com
Copyright © 2024 PCBARTA. All rights reserved.