বেসিক কোর্স বাকাশিবোতে অনুমোদন অব্যহত রাখাসহ সার্বিক বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা।
গতকাল বেলা ১টায় বাকাশিবো চেয়ারম্যান প্রফেসর মামুন উল হকের সাথে বিটিএসডি ফোরাম নেতৃবৃন্দ সৌজন্য স্বাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিটিএসডি ফোরাম আহ্বায়ক নিত্যানন্দ সরকার, সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসের টুটুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোঃ লুৎফর রহমান, আবুল কালাম আজাদ, মীর জহিরুল ইসলাম জুয়েল, মোহাম্মদ আলী জাহিদ, বিটিএসডি ফোরাম খুলনা জেলা আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান, সাইয়ুল ইসলাম, বিটিএসডি ফোরাম গোপালগঞ্জ জেলা সংগঠক মনোতোষ সরকার এবং বিএফসিএ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ প্রমূখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য বিটিএসডি ফোরাম গত ১৬ এপ্রিল ২০২৪ থেকে সারা দেশে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারগণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি অব্যহত রেখেছে।
আগামী ০২ মে ২০২৪, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মহাদয়ের সাথে বেসিক কোর্সের অনুমোদন বাকাশিবোতে অব্যহত রাখার বিষয়ে করণীয় নির্ধরণ বিষয়ে আলোচনায় বসবে বিটিএসডি ফোরাম।
প্রকাশক ও সম্পাদক: নিত্যানন্দ সরকার
বার্তা ও বাণ্যিজিক কার্যালয় : শহীদ রীমু সরণি (বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশেনের সামনে), সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭১-৬৪৭৬৭, ০১৭৪৮-৬৭০০৬৯
Email : sakalctc.bd@gmail.com
Copyright © 2025 PCBARTA. All rights reserved.