আন্দোলনকারী শক্তির মতামত নিয়ে দ্রুত অন্তবর্তী সরকার গঠন করুন!
সারা দেশে সাম্প্রদায়িক হামলা, সহিংসতা রুখে দাঁড়ান।
সর্বক্ষেত্রে বৈষম্য বিলোপ, ফ্যাসিবাদী শাসনের ভিত্তি উচ্ছেদ ও সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়ানো, ছাত্র-জনতা হত্যার বিচার, দুর্নীতির মূল উৎপাটনের দাবিতে আজ ৬ আগস্ট ২০২৪ সকাল বেলা ৩ টায় সাতক্ষীরায় বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদসহ বাম দল সমূহের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতি দেন। বিবৃতিদ্বাতাগণ অবিলম্বে আন্দোলনকারী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও সকল ছাত্র সংগঠন এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আলোচনা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের ঘোষণার দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণবিক্ষোভে স্বৈরাচারী শেখ হাসিনার পলায়ন ছাত্র জনতার বিজয়। এই বিজয়কে স্থায়ী করতে হলে স্বৈরাচারী ব্যবস্থার অবসান করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
নেতৃবৃন্দ সাতক্ষীরার মানুষের জান-মালের নিরাপত্তা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন সাতক্ষীরাসহ দেশবাসীকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, নিয়মিত সরকারের অনুপস্থিতির সুযোগে বিভিন্ন জায়গায়, দুর্নীতিবাজ, লুটপাটকারীরা বিভিন্ন অফিসে তাদের দুর্নীতির ফাইল পোড়ানোর উৎসব করতে পারে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থেকে দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে।
নেতৃবৃন্দ সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদসহ প্রগতিশীল রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী-পেশার সংগঠন এবং সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের উপস্থিতিতে সাতক্ষীরায় জেলা প্রশাসকের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার জন্য দ্রুত আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করার জোর দাবী জানাচ্ছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন-
১। এড. শেখ আজাদ হোসেন বেলাল, আহ্বায়ক, বাম গণতান্ত্রিক জোট।
২। কমরেড আবুল হোসেন, সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টী -সিপিবি।
৩। নিত্যানন্দ সরকার, সমন্বয়ক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।
৪। অধ্যাপক ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ।
৫। এড. খগেন্দ্রনাথ ঘোষ, সদস্য, বাসদ (মার্সবাদী)।
৬। ডাঃ মোঃ মুনসুর রহমান, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কাস পার্টী।
৭। আব্দুল্লাহ বিশ্বাস, সদস্য, বাংলাদেশ জাসদ।
৮। আবুতালেব মোল্লা, সদস্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।
৯। মোঃরুহুল আমীন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক: নিত্যানন্দ সরকার
বার্তা ও বাণ্যিজিক কার্যালয় : শহীদ রীমু সরণি (বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশেনের সামনে), সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭১-৬৪৭৬৭, ০১৭৪৮-৬৭০০৬৯
Email : sakalctc.bd@gmail.com
Copyright © 2025 PCBARTA. All rights reserved.