সংবাদ শিরোনাম ::
আর.জি.কর হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ড! বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ!

পিসিবার্তা ডেস্ক :
- আপডেট সময় : ০৮:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ২২১ বার পঠিত

আর.জি.কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণের পর নৃশংসখাবে হত্যার জেরে উত্তাল পশ্চিমবঙ্গ!
সূত্রের খবর, অভিশপ্ত রাতে ওই চারজনের সঙ্গে বসে খাবার খান তরুণী চিকিৎসক।
উল্লেখ্য, গত ৯ আগস্ট সকালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে তাঁর দেহ উদ্ধার হয়। সেই সময় প্রায় বিবস্ত্র ছিলেন তিনি। তরুণী চিকিৎসকের দেহে একাধিক ক্ষতচিহ্নও ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হয়, ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় SIT গঠন করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ-সহ নানা তথ্য প্রমাণের ভিত্তিতে এখনও পর্যন্ত সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, নৃশংস অত্যাচার করে খুনের কথা স্বীকার করেছে ধৃত সঞ্জয়। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় বাংলা-সহ গোটা দেশ। প্রায় প্রত্যেকটি হাসপাতালে চলছে কর্মবিরতি। ইতিমধ্যে পদত্যাগ করেছেন আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হয়েছে।