সাতক্ষীরা শহরের জনগুরুত্বপূর্ণ সরকারি কলেজ রোড নির্মাণের দাবীতে আগামী ২ জুন শহরের সরকারি কলেজ রোড অবরোধ করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহষ্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় সরকারি কলেজ রোড সংলগ্ন সকাল কম্পিউটার চত্বরে সরকারি কলেজের রোডের বাসিন্দারা এ সভা আহবান করে। সভায় সভাপতিত্ব করেন সকাল কম্পিউটারের স্বত্ত্বাধিকারি ও জেলা বাসদ সমন্বয়ক নিত্যানন্দ সরকার।
সরকারি কলেজ রোডের বাসিন্দা ও উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সঞ্চারনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ ও যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ফারুকুজ্জামান ডেভিড, এড. আব্দুস সামাদ, সজাগ সেক্রেটারি ওলিউল ইসলাম, এমএম বিল্লাহ, মাস্টার শফিকুল ইসলাম, শিক্ষক আজিবর রহমান, শফিকুল ইসলাম ময়না, সাংবাদিক মুনসুর রহমান, রাজু, মো: রুহুল আমিন, রফিকুল ইসলাম প্রমুখ।
গতকালকের সভা থেকে সাতক্ষীরা সরকারি কলেজ রোড পুনঃনির্মাণের দাবীতে নাগরিক কমিটি ঘোষিত আগমী ২ জুনের অবরোধ কর্মসূচি সফল লক্ষে পাড়ায় পাড়ায় জনসংযোগ, পথসভাসহ প্রচারাভিযান অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: নিত্যানন্দ সরকার
বার্তা ও বাণ্যিজিক কার্যালয় : শহীদ রীমু সরণি (বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশেনের সামনে), সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭১-৬৪৭৬৭, ০১৭৪৮-৬৭০০৬৯
Email : sakalctc.bd@gmail.com
Copyright © 2025 PCBARTA. All rights reserved.