এডভোকেট জেড আই খান পান্নার বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় বাসদের নিন্দা
																
								
							
                                - আপডেট সময় : ০৬:১৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৩৯৭ বার পঠিত
 

এডভোকেট জেড আই খান পান্নার বিরুদ্ধে মিথ্যা) মামলার ঘটনায় বাসদের তীব্র নিন্দা-প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ
—- —
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ ২০ অক্টোবর ২০২৪ সংবাদ পত্রে দেওয়া এক বিবৃতিতে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী বিশিষ্ট মানবাধিকার কর্মী ও বীর মুুক্তিযোদ্ধা জনাব জেড আই খান পান্নার নামে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা হত্যা প্রচেষ্টার মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, জনাব পান্না একজন বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী এবং প্রগতিশীল গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ। তিনি সবসময় সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার রয়েছেন। এবারের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানেও ছাত্র সমন্বয়কদেরকে ডিবি কার্যালয়ে তুলে নেয়ার প্রতিবাদে আদালত প্রাঙ্গনে তিনি সোচ্চার ছিলেন। পাশাপাশি আন্দোলনকারীদেরকে অবৈধভাবে আটক এবং ছাত্র-জনতার ওপর পুলিশ-বিজিবি’র গুলিবর্ষণ বন্ধের জন্য হাইকোর্টে রীট মামলা দায়েরে অগ্রণী ভ‚মিকা পালন করেছেন। অথচ এরকম একজন গণতন্ত্রপ্রিয় মানুষের বিরুদ্ধে মিথ্যা হত্যা চেষ্টা মামলা দায়ের অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ছিল কথা বলার স্বাধীনতা, সমালোচনা করার অধিকার দিতে হবে। সমালোচনার অধিকার খর্ব করলে গণতন্ত্রের চর্চা রুদ্ধ হয়। কিন্তু আমাদের সন্দেহ এই যে, বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করার কারণেই এই বর্ষিয়ান আইনজীবীর বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতাকে হত্যাকারী প্রকৃত খুনীদের সাথে এক কাতারে ফেলে জনাব পান্নার নামে মিথ্যা মামলা কোন ক্রমেই দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।
বিবৃতিতে তিনি এডভোকেট পান্নার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং জুলাই-আগস্ট হত্যকাণ্ডের জন্য দায়ী শেখ হাসিনা সরকার ও প্রকৃত খুনীদের বিচার দাবি করেন।
																			












