তথ্যপ্রযুক্তিতে নারী ও চতুর্থ শিল্পবিপ্লব
- আপডেট সময় : ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ৫০৮ বার পঠিত
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ২৮ মার্চ ‘তথ্যপ্রযুক্তিতে নারীর অভিগম্যতা ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি’ বিষয়ক প্রাক্-বাজেট আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শরমিন্দ নিলোর্মী।
সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রুমানা আলী। উপস্থিত ছিলেন সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান, বেসিসের সাবেক সহসভাপতি এবং ইউওয়াই সিস্টেম লিমিটেডের সিইও ও চেয়ার ফারহানা আনোয়ারা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু।
প্রাক্-বাজেট সভায় বক্তারা বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকার তৎপর। সামষ্টিক অর্থে ২০০৯ সালে জেন্ডার বাজেট শুরু হয়। ৪টি মন্ত্রণালয় নিয়ে শুরু হওয়ার পর এখন ৪৪টি মন্ত্রণালয় নিয়ে এর ক্ষেত্র বর্ধিত হয়। গত দেড় দশকে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক এগিয়েছে। মাথাপিছু আয় বেড়েছে। তবে সম্পত্তিতে নারীর সমানাধিকার থাকতে হবে। বাংলাদেশে প্রযুক্তিতে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিতে বাজেটে বরাদ্দ থাকতে হবে।