বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠার দায়িত্ব নিলেন শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনুস
- আপডেট সময় : ১১:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৬২ বার পঠিত
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। ০৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান।
অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারা হলেন-
১. অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ
২. সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল
৪. মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান
৫. সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ
৬. সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন
৭. পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান
৮. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম
৯. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
১০. সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা
১১. উন্নয়নকর্মী (উবিনীগ) ফরিদা আখতার
১২. জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায়
১৩. চিন্তাবিদ, লেখক ও গবেষক আ ফ ম খালিদ হোসেন
১৪. গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম
১৫. ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ
১৬. ফারুক-ই-আজম বীর প্রতীক।
শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
—-
উল্লেখ্য গত ৫ জুন থেকে গড়ে ওঠা ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ক্রমেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপ নিতে থাকলে (তৎকালীন) সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমন করতে ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়েদেয়। আওয়ামী সন্ত্রসী ও পুলিশের গুলিতে ৩ দিন দিনেই নিহত হয় আড়াইশত ছাত্র-জনতা। দাবী ওঠে- ছাত্র-জনতাকে হত্যার এবং রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় ব্যর্থতার দায় নিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগ কর। স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন করে গণতান্ত্রিক শাসন কায়েম করার। অবশেষে ছাত্রআন্দোলন গণঅভূত্থানের রূপ নিলে ৫ আগস্ট ২০২৪, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান।