সংবাদ শিরোনাম ::
নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে রাসুল (সা.) যে দোয়া পড়তেন
পিসিবার্তা ডেস্ক :
- আপডেট সময় : ১২:৪৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৫৬৮ বার পঠিত
বিয়ের মাধ্যমে মানুষ নতুন জীবনে পদার্পণ করে। এসময় নতুন বর ও কনেকে অভিবাদন জানায় সবাই। তাদের জন্য বরকত ও কল্যাণের দোয়া করা সুন্নত। রাসুল (সা.) নবদম্পতির জন্য একটি দোয়া পড়তেন। তা হলো-
بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।
অর্থ : আল্লাহ তোমার জন্য (এই বিয়েকে) বরকতপূর্ণ করুন, তোমার ওপর বরকত বর্ষণ করুন এবং তোমাদের উভয়কে কল্যাণের সঙ্গে মিলিত রাখুন।
উপকারিতা : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, কেউ বিয়ে করলে রাসুলুল্লাহ (সা.) উল্লিখিত দোয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাতেন।