সনদ জালিয়াতির অভিযোগে ওএসডি হলেন বাকাশিবো চেয়ারম্যান মো. আলী আকবর খান
- আপডেট সময় : ০৮:৩৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১৩৪ বার পঠিত
সার্টিফিকেট বাণিজ্যচক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীন। চক্রে জড়িত বলে সন্দেহের তালিকায় রয়েছেন বোর্ড চেয়ারম্যানও। এমন পরিস্থিতিতে চেয়ারম্যানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে বলে সূত্র নিশ্চিৎ করেছে।।
আজ সোমবার (২২ এপ্রিল) এ নিয়ে আদেশ জারি করা হতে পারে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রোববার (২১ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গত ১ এপ্রিল সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগে গ্রেফতার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে বোর্ড চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনের নাম উঠে আসে।
উল্লেখ্য- বিটিইবি-এনএসডিএ অসম লড়াইয়ে বলি হতে চলেছে দেশের সাড়ে ৩ হাজার শর্ট কোর্স প্রতিষ্ঠান! প্রতিষ্ঠান বাঁচাতে বেসিক ট্রেড স্কিলস ডেভেলপমেন্ট ফোরাম (বিটিএসডি ফোরাম) সহ অন্যান্য সংগঠনগুলো বাকাশিবোতে তাদের প্রতিষ্ঠানের অনুমোদিন অব্যহত রাখার দাবীতে আন্দোলন করছে এবং মাননীয় প্রাধানমন্ত্রীর সদয় দৃষ্ঠি আকর্ষণ করে স্মারকলিপি প্রদান করছে, ঠিক সেই সময় এই ন্যক্কারজকন বিষয়টি তাঁদের যৌক্তিক আন্দোলনও জাতির সমানুভতি হারাবার আশঙ্কায়।